Header Ads Widget

দেখে নিন বিশ্বের সবচেয়ে দামী গাড়ি কোনটি

 


বিশ্বের সবচেয়ে দামি ১০ গাড়ি কোনগুলো, এতে কী আছ

গাড়িপ্রেমীদের অনেকেই চান, তাঁর গাড়িটি কার্যক্ষমতা ও নকশার দিক থেকে অতুলনীয় হোক। তাঁরা এমন গাড়ি চান, যাতে অত্যাধুনিক নিরাপত্তাব্যবস্থা থাকবে। অত্যাধুনিক বিনোদনপ্রযুক্তি ব্যবহার করা হবে। গাড়ি হবে আরামদায়ক। আর গাড়িপ্রেমীদের এমন চাহিদার কথা মাথায় রেখে নানা বিলাসবহুল গাড়ি তৈরি করছে কোম্পানিগুলো।

২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দামি ১০ গাড়ির একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। গাড়িশিল্পের সঙ্গে সম্পৃক্ত সূত্রগুলোর কাছ থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে। তালিকায় আছে রোলস রয়েস লা রোজ নোরে ড্রপটেইল, রোলস রয়েস বোট টেইলসহ বিভিন্ন গাড়ির নাম।


বিশ্বের সবচেয়ে দামি ১০ গাড়ি-সংক্রান্ত কিছু তথ্য প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো।


১. রোলস রয়েস লা রোজ নোরে ড্রপটেইল মডেলের গাড়ি

ছবি: রোলস রয়েসের ওয়েবসাইট থেকে নেওয়া

রোলস রয়েস লা রোজ নোরে ড্রপটেইল বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। দাম তিন কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ৩৬০ কোটি টাকা। রোলস রয়েসের আগের মডেলের গাড়িগুলো চার আসনের। কিন্তু লা রোজ নোরে ড্রপটেইলের আসনসংখ্যা ২। এর ছাদটি সরিয়ে ফেলা যায়।

রোলস রয়েস লা রোজ নোরে ড্রপটেইল গাড়ির বাইরের অংশটি কার্বন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। গাড়িটি ৫ দশমিক ৩ মিটার লম্বা, ২ মিটার চওড়া। ভিন্ন ভিন্ন দিক থেকে তাকালে গাড়িটির রং ভিন্ন ভিন্ন দেখা যায়। ১৫০টি পরীক্ষা-নিরীক্ষার পর গাড়িটিতে এমন উদ্ভাবনী রং ব্যবহার করা সম্ভব হয়েছে। গাড়িটির নকশা করা হয়েছে ফ্রান্সের ব্ল্যাক বাকারা গোলাপের পাপড়ির সঙ্গে মিল রেখে।


লা রোজ নোরে ড্রপটেইলের আসনগুলো মসৃণ চামড়া দিয়ে তৈরি। ব্ল্যাক বাকারা গোলাপের পাপড়ির রঙের সঙ্গে মিল রেখে আসনের রং গাঢ় লাল রাখা হয়েছে। অত্যন্ত বিলাসবহুল এ গাড়ি তৈরি করতে সময় লেগেছে ২ বছর ৯ 

মাস।

আরও পড়ুন..




Post a Comment

0 Comments