ট্রান্সফারমার্কেট বা ফোর্বস—যারা যেই তালিকা করুক, একসময় ফুটবল বিশ্বে সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে প্রায় প্রতিবারই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের নাম উঠে আসত। তবে সেই সময় পেরিয়ে গেছে। এখন সবচেয়ে দামি ফুটবলারের তালিকা প্রায় প্রতিবছর বদলাতে থাকে। কখনো এক নম্বরে উঠে আসেন ভিনিসিয়ুস জুনিয়র, কখনো আর্লিং হলান্ড কিংবা কিলিয়ান এমবাপ্পে।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী, বর্তমানে সবচেয়ে দামি দুই ফুটবলার হলেন আর্লিং হলান্ড এবং ভিনিসিয়ুস জুনিয়র। তাদের বাজারমূল্য দাঁড়িয়েছে ২০ কোটি ইউরো করে। ট্রান্সফারমার্কেট বাজারমূল্য নির্ধারণে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, যেখানে মূলত ফুটবলারদের দলবদলের বাজারে চাহিদা, সর্বশেষ দলবদলের মূল্য, বর্তমান ক্লাবে বেতন, বয়স, ফর্ম, খেলার লিগ, সম্ভাবনা এবং চোটের ঝুঁকি ইত্যাদি বিষয়গুলো মূল্যায়ন করা হয়।
এখনকার অবস্থা অনুযায়ী, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হলান্ড এবং রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র দুজনেই ২৪ বছর বয়সী, এবং এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন। হলান্ড বর্তমানে ১৯ ম্যাচে ১৭ গোল করেছেন, আর ভিনিসিয়ুস ১৬ ম্যাচে ৯ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্টও করেছেন। দুজনেরই বাজারমূল্য সাম্প্রতিক সময়ে ২ কোটি ইউরো করে বেড়েছে।
তালিকার পরবর্তী দুই নাম রিয়াল মাদ্রিদের খেলোয়াড়—জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে। তাদের বাজারমূল্য ১৮ কোটি ইউরো করে। এরপরের স্থানটি দখল করেছে বার্সেলোনার তরুণ সেনসেশন লামিয়ে ইয়ামাল। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পেনের ২০২৪ ইউরো জয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ক্লাবের হয়ে চলতি মৌসুমে ১৯ ম্যাচে ৬ গোল এবং ৯ অ্যাসিস্ট করেছেন। তার পারফরম্যান্সের কারণে বাজারমূল্য বেড়ে ১৫ কোটি ইউরো ছাড়িয়ে গেছে, এবং এটা আরও বাড়তে চলেছে।
বাজারমূল্যে শীর্ষ দশের মধ্যে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন ষষ্ঠ এবং আর্সেনালের ফরোয়ার্ড বুকায়ো সাকা সপ্তম স্থানে আছেন। তালিকার পরবর্তী দুটি স্থান দখল করেছেন জার্মান খেলোয়াড়রা: লেভারকুসেনের ফ্লোরিয়ান রিৎস অষ্টম এবং বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা নবম স্থানে। দশম স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভের্দে।
এখন কথা হলো, বাজারমূল্যে শীর্ষ দশের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় কোন ক্লাবের? ট্রান্সফারমার্কেটের পরিসংখ্যান অনুযায়ী, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং বার্সেলোনা—এই চারটি ক্লাবেই শীর্ষ ১০০ ফুটবলারদের মধ্যে ৯ জন করে খেলোয়াড় রয়েছেন। তবে দামি খেলোয়াড়ের সংখ্যা এবং সম্মিলিত বাজারমূল্যে রিয়াল মাদ্রিদই এগিয়ে। রিয়ালের ৯ খেলোয়াড়ের সম্মিলিত বাজারমূল্য ১০৬ কোটি ইউরো, যা শীর্ষ ১০০-তে থাকা ম্যান সিটির ৯ খেলোয়াড়ের সম্মিলিত বাজারমূল্য ৯৭ কোটি ৫০ লাখ ইউরো থেকে অনেক বেশি। আর্সেনালের ৭৭ কোটি এবং বার্সেলোনার ৬৭ কোটি ৫০ লাখ ইউরো বাজারমূল্য রয়েছে।
অথচ, এই তালিকায় সবচেয়ে বড় বিষয় হলো, তরুণ খেলোয়াড়দের আধিপত্য। বর্তমান শীর্ষ দামি ফুটবলারদের মধ্যে বেশিরভাগই ২৪ বছরের কম বয়সী, যা ফুটবল বাজারের ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়।


0 Comments