আইপিএলের গত আসরের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবারে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে পাঞ্জাব কিংস।
রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আর যেখানে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
২ কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠেছিলেন আইয়ার। শুরুতে তাকে নিয়ে পাঞ্জাবের সঙ্গে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ১০ কোটির ওপরে দাম ওঠায় সরে দাঁড়ায় কলকাতা।
এরপরই দিল্লির সঙ্গে লড়াই শুরু করে পাঞ্জাব। যেখানে গত আসরে স্টার্কের ২৪ কোটি ৭৫ লাখ রুপির রেকর্ড ভেঙে দিয়েছে আইয়ার। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
উল্লেখ্য, গত আসরে আইয়ারের নেতৃত্বে শিরোপা জিতেছিল কলকাতা। তারপরও তাকে ধরে রাখেনি দলটি। আর সেই সুযোগ কাজে লাগিয়েছে পাঞ্জাব।

0 Comments